••• পৃথিবীর আয়তন প্রায় ৫১,০১,০০,৫০০ বর্গ কিলোমিটার্।
••• পৃথিবীর পরিধি প্রায় ৪০,২৩৪ কিঃ মিঃ বা ২৫,০০০ মাইল্।
••• পৃথিবীর ব্যাস প্রায় ১২,৭৬৫ কিঃ মিঃ ।
••• পৃথিবীর ব্যাসার্ধ প্রায় ৬,৪৩৬ কিঃ মিঃ ।
••• পৃথিবীর স্থলভাগের আয়তন ১৪,৮৯,৫০,৩২০ বর্গ কিঃ মিঃ । (মোট আয়তনের ২৯ ভাগ)।
••• পৃথিবীর জলভাগের আয়তন ৩৬,১১,৪৮,২০০ বর্গ কিঃ মিঃ । (মোট আয়তনের ৭১ ভাগ)।
••• পৃথিবী থেকে সূর্যের গড় দুরত্ব ১৪,৯৫,০০,০০০ কিঃ মিঃ ।
••• পৃথিবী থেকে চাঁদের গড় দুরত্ব ৩,৮৪,৪০০ কিঃ মিঃ ।
••• সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।
••• নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে পৃথিবীর সময় লাগে ২৩ ঘন্টা ৫৬ মিনিট।
••• পৃথিবীতে মহাদেশ আছে ৭ টি।
এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া ও এন্টার্কটিকা মহাদেশ।
••• পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া। আয়তন ৪,৪৪,৯৩,০০০ বর্গ কিঃ মিঃ।
••• পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়া।
••• আয়তনে পৃথিবীর বড় দেশ রাশিয়া।
••• জনসংখ্যায় পৃথিবীর বড় দেশ চীন।
••• আয়তন ও জনসংখ্যায় ছোট দেশ ভ্যাটিকান (জাতিসংঘের সদস্য নয়)।
••• জাতিসংঘের সদস্য ভুক্ত দেশের ভিতর আয়তনে ছোট দেশ মোনাকো ও জনসংখ্যায় ছোট দেশ নাউরু।
••• পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরী হ্যামারফাস্ট (নরওয়ে)।
••• পৃথিবীর সবচেয়ে দক্ষিণের নগরী পুয়ের্টো উইলিয়াম (চিলি)।
••• পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র চিলি।
••• পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র ২ টি ইতালি ও দক্ষিণ আফ্রিকা। (কারন ইতালির মধ্যে ভ্যাটিকান ও সান ম্যারিনো রাষ্ট্র এবং দঃ আফ্রিকার মধ্যে লেসেথা ও সোয়াজিল্যান্ড রাষ্ট্র অবস্থিত।)
••• সুইজারল্যান্ডকে নিরপেক্ষ রাষ্ট্র বলা হয়।
••• পৃথিবীর সর্বাধিক দ্বীপ নিয়ে গঠিত রাষ্ট্র ইন্দনেশিয়া (৪০০ টি দ্বীপ নিয়ে গঠিত)।
••• বিশ্বের অধিক সীমান্তের দেশ চীন (১৩ টি দেশের সাথে সীমান্ত আছে।
••• পৃথিবীতে মহাসাগর আছে ৫ টি। যথাঃ প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আর্কটিক বা উত্তর মহাসাগর ও দক্ষিণ মহাসাগর।
••• পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর। (১৬ কোটি ৬০ লক্ষ বর্গ কিঃ মিঃ)।
••• পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর আর্কটিক বা উত্তর মহাসাগর। (১ কোটি ৫০ লক্ষ বর্গ কিঃ মিঃ)।
••• পৃথিবীর গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর।
••• প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানটির নাম মারিয়ানা টেন্ঞ। এর গভীরতা ১১,০৩৩ মিটার।
••• পৃথিবীর জনসংখ্যা ৬০০ কোটিতে পরিণত হয় ১২ অক্টোবর ১৯৯৯ সালে।