Friday, November 18, 2011

রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গালঃ

রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গালঃ (পরিচিতি এবং টুকিটাকি)
১. বারমুডা ট্রায়াঙ্গেলের অবস্থান ক্যারিবীয় সমুদ্রে। এর এক প্রান্ত ছুঁয়েছে বারমুডায়, অন্য প্রান্তটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি এবং আরেকটি প্রান্ত স্পর্শ করেছে পুয়োর্তরিকোর সাজ জুয়ান।
২. বারমুডা ট্রায়াঙ্গেল যা শয়তানের ত্রিভূজ নামেও পরিচিত, আটলান্টিক মহাসাগরের একটি বিশেষ অঞ্চল, যেখান বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ায় কথা বলা হয়।
৩. অনেকে মনে করেন ঐ সকল অন্তর্ধানের কারণ নিছক দূর্ঘটনা, যার কারণ হতে পারে প্রাকৃতিক দূর্যোগ অথবা চালকের অসাবধানতা। আবার চলতি উপকথা অনুসারে এসবের পেছনে দায়ী হল কোন অতিপ্রকৃতিক কোন শক্তি বা ভিনগ্রহের কোন প্রাণীর উপস্থিতি।
৪. বারমুডা ট্রায়াঙ্গালের বিস্তৃতির বর্ননায় বিভিন্ন লেখক বিভিন্ন মত দিয়েছেন। কেউ মনে করেন এর আকার ট্রাপিজয়েডের মত, যা ছড়িয়ে আছে স্ট্রেইটস অব ফ্লোরিডা, বাহামা এবং ক্যারিবিয়ান দ্বীপপূঞ্জ এবং ইশোর (Azores) পূর্বদিকের আটলান্টিক অঞ্চল জুড়ে, আবার কেউ কেউ এগুলোর সাথে মেক্সিকোর উপসাগরকেও যুক্ত করেন।
৫. তবে লিখিত বর্ণনায় যে সাধারণ অঞ্চলের ছবি ফুটে ওঠে তাতে রয়েছে ফ্লোরিডার আটলান্টিক উপকূল, সান হোয়ান (San Juan), পর্তু রিকো, মধ্য আটলান্টিকে বারমুডার দ্বীপপূঞ্জ এবং বাহামা ও ফ্লোরিডা স্ট্রেইটস এর দক্ষিণ সীমানা যেখান ঘটেছে অধিকাংশ দূর্ঘটনা।
৬. বারমুডা ট্রায়াঙ্গেল বিষয়ে যারা লিখেছেন তাঁদের মতে ক্রিস্টোফার কলম্বাস ( ইতালীয় নাবিক ও ঔপনিবেশিক)সর্বপ্রথম এই ত্রিভূজ বিষয়ে অদ্ভুত অভিজ্ঞতার কথা লিখেন। তিনি লিখেছিলেন যে তাঁর জাহাজের নবিকেরা এ অঞ্চলের দিগন্তে আলোর নাচানাচি, আকাশে ধোঁয়া দেখেছেন। এছাড়া তিনি এখানে কম্পাসের উল্টাপাল্টা দিক নির্দেশনারকথাও বর্ণনা করেছেন। (সূত্রঃ১১ইঅক্টোবর, ১৪৯২ এ লিখিত কলম্বাসের নোটবুক)
৭. এই অঞ্ছলে গঠিত বিভিন্ন দুর্ঘটনা বা নিখোঁজ হয়ে যাওয়া বিমান এবং জাহাজের মধ্যে উল্লেখ করার মতো একটি হলো ফ্লাইট নাইনটিন ( ইউ এস নেভী-র পাঁচটি ‘টি বি এম অ্যাভেন্জার’ বিমানের একটি দল, যা প্রশিক্ষণ মিশনে গিয়ে নিখোঁজ হয়)।।
৮. ১৯৬২ সালের এপ্রিল মাসে ফ্লাইট নাইনটিন নিয়ে আমেরিকান লিজান (American Legion) ম্যগাজিনে লিখা হয়। বলা হয়ে থাকে এই ফ্লাইটের দলপতি কে নাকি বলতে শোনা গিয়েছে- We don't know where we are, the water is green, no white। এর অর্থ হল "আমরা কোথায় আছি জানি না, সবুজ বর্ণের জল, কোথাও সাদা কিছু নেই"!
এতেই প্রথম ফ্লাইট নাইনটিনকে কোন অতিপ্রাকৃতিক ঘটনার সাথে যুক্ত করা হয়।
৯. ত্রিভুজাকার এই অঞ্চলটির মোট আয়তন ১৪৪ লাখ বর্গ কিলোমিটার বা ৪৪ লাখ বর্গ মাইল। এটি ২৫-৪০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৫৫-৫৮ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। তবে বারমুডা ট্রায়াঙ্গেলের অন্যান্য জিনিসের মতো এর বিন্দু নির্ধারণ নিয়েও বিতর্ক রয়েছে।
১০. বারমুডা ট্রায়াঙ্গেলের বেশিরভাগ হারিয়ে যাওয়া ঘটনাগুলো ঘটেছে দক্ষিন সীমানায় বাহামা দীপপুঞ্জ ঘিরে এবং ফ্লোরিডা উপকূলের আশেপাশে।
১১. বারমুডা ট্রায়াঙ্গেলের অভ্যন্তরে আছে শ তিনেক কোরাল দ্বীপ। এর বেশিরভাগই জনবসতিহীন।আর এর মাঝে একটি দ্বীপই হচ্ছে বারমুডা।
১২. বারমুডা দ্বীপটি আবিষ্কৃত হয় ১৫৬৫ সালে। এক দুঃসাহসিক নাবিক জুয়ান ডি বারমুডেজ এই দ্বীপটি আবিস্কার করেন। তার নামানুসারেই পরে দ্বীপটির নামকরন করা হয়।
১৩. এই অঞ্চলের রহস্যময়তারএকটি দিক হলো, কোনো জাহাজ একবার এই এলাকায় প্রবেশ করার কিছু সময়ের মধ্যে তা বেতার তরঙ্গ পাঠাতে অক্ষম হয়ে পড়ে। এর ফলে জাহাজটি উপকূলের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে না।
১৪. মার্কিন নেভির সুত্র অনুযায়ী, গত ২০০ বছরে এই এলাকায় কমপক্ষে ৫০টি বাণিজ্যিক জাহাজ এবং ২০ টি বিমান চিরতরে অদৃশ্য হয়ে গেছে।
১৫. ১৯৬৮ সালের মে মাসে হারিয়ে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক ডুবোজাহাজের ঘটনাটি সারা বিশ্বে সবচেয়ে বেশি আলোড়ন তোলে।
১৬. বারমুডা ট্রায়াঙ্গালের আরো সব বিতর্কের মধ্যে একটি হলো, ফ্লাইং সসারের আগমন। অনেকে মনে করেন, এই এলাকাটি উন্নত গ্রহের প্রানিদের পৃথিবীতে অবতারণের স্থান। এ ধারনার কারন হলো, এই এলাকায় চলাচলকারী কিছু নাবিক নাকি আকাশে উড়ন্ত সসারের আনাগোনা দেখতে পান। তবে, এটি নিছক কল্পনা হিসেবে ধরা হয়। কারন, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই।

Sunday, October 16, 2011

মহাকাশ বিজ্ঞান

♦ প্রথম রকেট আবিষ্কার করেন কে?
উঃ ড. রবার্ট হ্যাবিং গভার্ড (1926)
♦ পৃথিবী থেকে মহাকাশে যাত্রা করা প্রথম উপগ্রহঃ স্পুটনিক-1(1957)
♦ বিশ্বের প্রথম মহাকাশচারীর নাম ইউরি গ্যাগরিন (রাশিয়া)
♦ প্রথম মানুষ্যবাহী মহাকাশ যানঃ ভেক্টর-1 (1961)
♦ মহাশুন্যে উৎক্ষেপিত প্রথম যোগাযোগ উপগ্রহঃ টেলস্টায় (1962)
♦ প্রথম মহাকাশচারী মহিলা ভ্যালেন্তিনা তেরেসকোভা ভোস্টক-6 এ গমন করেন (1963)

Friday, October 14, 2011

* দেশের নাম - রাজ্ধানী - মুদ্রা। [•• ••• এশিয়াঃ ••• ••]

••• এশিয়াঃ •••
••• ¤¤ ••• ¤¤ •••
••• ১. দুর প্রাচ্যঃ (৬ টি দেশ)। •••
•• মঙ্গোলিয়া - উলানবাতোর - ভুঘরিক।
•• চীন - বেইজিং - উয়ান।
•• তাইওয়ান - তাইপে - নিউ তাইওয়ান ডলার।
•• উঃ কোরিয়া - পিয়ং ইয়ং - ওয়োন।
•• দঃ কোরিয়া - সিউল - ওয়োন।
•• জাপান - টোকিও - ইয়েন।
••• ¤¤ ••• ¤¤ •••
••• ২. মধ্য এশিয়াঃ (৫ টি দেশ)।•••
•• কাজাকিস্তান - আলমাআতা - টেঙ্গে।
•• কিরঘিস্তান - বিশবেক - সোম।
•• তাজিকিস্তান - দুশনবে - রুবল।
•• উজবেকিস্তান - তাশখন্দ - সোম।
•• তুর্কেমেনিস্তান - আশখাবাদ - মানাত।
••• ¤¤ ••• ¤¤ •••
••• ৩. দক্ষিন এশিয়াঃ (৯ টি দেশ)। •••
•• আফগানিস্তান - কাবুল - আফগানি।
•• পাকিস্তান - ইসলামাবাদ - রুপি।
•• ভারত - নয়াদিল্লী - রুপি।
•• নেপাল - কাঠমুন্ডু - রুপি।
•• ভূটান - থিম্পু - গুলট্রাম।
•• বাংলাদেশ - ঢাকা - টাকা।
•• মায়ানমার - ইয়াংগুন - কিয়াত।
•• শ্রীলংকা - কলম্বো - রুপি।
•• মালদ্বীপ - মালে - রুপিয়া।
••• ¤¤ ••• ¤¤ •••
••• দক্ষিন পূর্ব এশিয়াঃ (১০ টি দেশ)। •••
•• থাইল্যান্ড - ব্যাংকক - বাথ।
•• লাওস - ভিয়েন তিয়েন - কিপ।
•• ভিয়েতনাম - হ্যানয় - ডং।
•• কম্বডিয়া - নমপেন - রিয়েল।
•• ইন্দোনেশিয়া - জাকার্তা - রুপিয়া।
•• মালয়েশিয়া - কুয়ালালামপুর - রিঙ্গিট।
•• পূর্ব তিমুর - দিলি - মার্কিন ডলার।
•• সিঙ্গাপুর - সিঙ্গাপুর সিটি - ডলার।
•• ব্রুনেই - বন্দর সেরী বেগাওয়ান - ডলার।
•• ফিলিপাইন - ম্যানিলা - পেসো।
••• ¤¤ ••• ¤¤ •••
••• মধ্য প্রাচ্য : (১৫ টি দেশ)। •••
•• সৌদী আরব - রিয়াদ - রিয়াল।
•• ইয়েমেন - মানা - রিয়াল।
•• ওমান - মাস্কাট - ওমানি রিয়াল।
•• সংযুক্ত আরব আমিরাত - আবুধাবি - দিরহাম।
•• কাতার - দোহা - রিয়াল।
•• কুয়েত - কুয়েত সিটি - দিনার।
•• বাহরাইন - মানামা - দিনার।
•• ইরান - তেহরান - রিয়াল।
•• ইরাক - বাগদাদ - দিনার।
•• তুরস্ক - আঙ্কারা - লিরা।
•• সিরিয়া - দামেস্ক - পাউন্ড।
•• লেবানন - বৈরুত - পাউন্ড।
•• জর্ডান - আম্মান - দিনার।
•• ইসরাইল - জেরুজালেম - শেকেল।
•• ফিলিস্তিন - জেরুজালেম (দাবিকৃত) - দিনার।

Wednesday, October 12, 2011

* দেশের নাম - রাজ্ধানী - মুদ্রা। [•• আমেরিকা ••]

•• •• উত্তর আমেরিকা •• ••
•• আমেরিকা - ওয়াশিংটন ডিসি - ডলার।
•• কানাডা - অটোয়া - ডলার।
•• মেক্সিকো - মেক্সিকো সিটি - নিউ পেসো।
••• ¤¤ ••• ¤¤ •••
•• মধ্য আমেরিকাঃ ••
•• নিকারাগুয়া - মানগুয়া - কর্ডোবা।
•• গুয়েতমালা - গুয়েতমালা সিটি - কুয়েটজাল্।
•• বেলিজ - বেলমোপান - বেলিজ ডলার।
•• হন্ডুরাস - তেগুসিগালপা - ল্যাম্পিরা।
•• পানামা - পানামা সিটি - বেলবোয়া।
•• কোষ্টারিকা - সানজোসে - কোলন।
•• এল সালভেদর - সান সালভেদর - ডলার।
••• ¤¤ ••• ¤¤ •••
•• ক্যারাবিয়ান অন্ঞলঃ ••
•• বাহামা দ্বীপপুন্জ - নাসাউ - বাহামিয়ান ডলার।
•• বারবাডোজ - ব্রিজ্টাউন - বারবাডোজ ডলার।
•• কিউবা - হাভানা - পেসো।
•• ডোমিনিকান রিপাবলিক - সান্ট ডোমিনিগো - পেসোওরো।
•• ডোমিনিকা - রোসেট - পুর্ব ক্যারিবিয়ান ডলার।
•• এন্টিগুয়া ও বারমুডা - সেন্ট জোন্স - ইস্টার্ন ক্যারিবিয়ান ডলার।
•• হাইতি - পোর্ট অফ প্রিন্স - গুর্ডে।
•• জ্যামাইকা - কিংস্টন - জ্যামাইকান ডলার।
•• সেন্ট লুসিয়া - ক্যাষ্ট্রিহ - পুর্ব ক্যারিবিয়ান ডলার।
•• সেন্ট কিটস এন্ড নেভিস - বাসেটেরে - পুর্ব ক্যারিবিয়ান ডলার।
•• সেন্ট ভিনসেন্ট ও গ্রানাডিস - কিংসটাউন - পুর্ব ক্যারিবিয়ান ডলার।
•• গ্রানাডা - সেন্ট জর্জেস - পুর্ব ক্যারিবিয়ান ডলার।
•• ত্রিনিদাদ এন্ড টোবাকো - পোর্ট অফ স্পেন - ট্রি ও টোব ডলার।
••• ¤¤ ••• ¤¤ •••
••• দক্ষিন আমেরিকাঃ •••
•• ব্রাজিল - ব্রাসিলিয়া - ক্রুজিরো।
•• বলিভিয়া - লাপাজ - বলিভিয়ানো।
•• কলোম্বিয়া - বোগাটো - পেসো।
•• ভেনিজুয়েলা - কারাকাস - বলিভার।
•• সুরিনাম - প্যারামারিবো - গিল্ডার।
•• আর্জেন্টিনা - বুয়েন্স আয়ার্স - পেসো।
•• পেরু - লিমা - ইন তি।
•• ইকুয়েডর - কুইটো - সুক্রে।
•• চিলি - সান্টিয়াগো - পেসো।
•• উরুগুয়ে - মন্টি ভিডিও - পেসো।
•• গায়ানা - জর্জ্টাউন - ডলার।
•• প্যারাগুয়ে - আসান সিওন - গুয়ারনি।

Tuesday, October 11, 2011

সংক্ষেপে পৃথিবীর পরিচিতি

••• পৃথিবীর আয়তন প্রায় ৫১,০১,০০,৫০০ বর্গ কিলোমিটার্।
••• পৃথিবীর পরিধি প্রায় ৪০,২৩৪ কিঃ মিঃ বা ২৫,০০০ মাইল্।
••• পৃথিবীর ব্যাস প্রায় ১২,৭৬৫ কিঃ মিঃ ।
••• পৃথিবীর ব্যাসার্ধ প্রায় ৬,৪৩৬ কিঃ মিঃ ।
••• পৃথিবীর স্থলভাগের আয়তন ১৪,৮৯,৫০,৩২০ বর্গ কিঃ মিঃ । (মোট আয়তনের ২৯ ভাগ)।
••• পৃথিবীর জলভাগের আয়তন ৩৬,১১,৪৮,২০০ বর্গ কিঃ মিঃ । (মোট আয়তনের ৭১ ভাগ)।
••• পৃথিবী থেকে সূর্যের গড় দুরত্ব ১৪,৯৫,০০,০০০ কিঃ মিঃ ।
••• পৃথিবী থেকে চাঁদের গড় দুরত্ব ৩,৮৪,৪০০ কিঃ মিঃ ।
••• সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।
••• নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে পৃথিবীর সময় লাগে ২৩ ঘন্টা ৫৬ মিনিট।
••• পৃথিবীতে মহাদেশ আছে ৭ টি।
এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া ও এন্টার্কটিকা মহাদেশ।
••• পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া। আয়তন ৪,৪৪,৯৩,০০০ বর্গ কিঃ মিঃ।
••• পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়া।
••• আয়তনে পৃথিবীর বড় দেশ রাশিয়া।
••• জনসংখ্যায় পৃথিবীর বড় দেশ চীন।
••• আয়তন ও জনসংখ্যায় ছোট দেশ ভ্যাটিকান (জাতিসংঘের সদস্য নয়)।
••• জাতিসংঘের সদস্য ভুক্ত দেশের ভিতর আয়তনে ছোট দেশ মোনাকো ও জনসংখ্যায় ছোট দেশ নাউরু।
••• পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরী হ্যামারফাস্ট (নরওয়ে)।
••• পৃথিবীর সবচেয়ে দক্ষিণের নগরী পুয়ের্টো উইলিয়াম (চিলি)।
••• পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র চিলি।
••• পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র ২ টি ইতালি ও দক্ষিণ আফ্রিকা। (কারন ইতালির মধ্যে ভ্যাটিকান ও সান ম্যারিনো রাষ্ট্র এবং দঃ আফ্রিকার মধ্যে লেসেথা ও সোয়াজিল্যান্ড রাষ্ট্র অবস্থিত।)
••• সুইজারল্যান্ডকে নিরপেক্ষ রাষ্ট্র বলা হয়।
••• পৃথিবীর সর্বাধিক দ্বীপ নিয়ে গঠিত রাষ্ট্র ইন্দনেশিয়া (৪০০ টি দ্বীপ নিয়ে গঠিত)।
••• বিশ্বের অধিক সীমান্তের দেশ চীন (১৩ টি দেশের সাথে সীমান্ত আছে।
••• পৃথিবীতে মহাসাগর আছে ৫ টি। যথাঃ প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আর্কটিক বা উত্তর মহাসাগর ও দক্ষিণ মহাসাগর।
••• পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর। (১৬ কোটি ৬০ লক্ষ বর্গ কিঃ মিঃ)।
••• পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর আর্কটিক বা উত্তর মহাসাগর। (১ কোটি ৫০ লক্ষ বর্গ কিঃ মিঃ)।
••• পৃথিবীর গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর।
••• প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানটির নাম মারিয়ানা টেন্ঞ। এর গভীরতা ১১,০৩৩ মিটার।
••• পৃথিবীর জনসংখ্যা ৬০০ কোটিতে পরিণত হয় ১২ অক্টোবর ১৯৯৯ সালে।

পৃথিবীতে মোট রাষ্ট্র, স্বাধীন্/পরাধীন রাষ্ট্র সমূহ

••• পৃথিবীতে মোট রাষ্ট্র ২৩৩ টি।
••• সার্বভৌমত্ব দাবি করে ২০৪ টি দেশ্।
••• স্বাধীন দেশ ১৯৫ টি।
••• জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশ ১৯৩ টি।
••• সর্বশেষ জাতিসংঘের সদস্য পদ পায় দক্ষিণ সুদান (সদস্য হয় ১৪ জুলাই ২০১১)।
••• ২ টি স্বাধীন দেশ জাতিসংঘের অন্তর্ভুক্ত নয় ( কসোভো, ভ্যাটিকান । )
••• ••• •••
••• স্বাধীন বলে দাবী করে কিন্তু স্বাধীন নয়ঃ
১• ফিলিস্তিন (১২২ টি দেশ কর্তৃক স্বীকৃত)
২• কসোভো (৫৪ টি দেশ কর্তৃক স্বীকৃত)
৩• তাইওয়ান (২৩ টি দেশ কর্তৃক স্বীকৃত)
৪• দক্ষিন ওশেকিয়া (৩ টি দেশ কর্তৃক স্বীকৃত)
৫• আব্খাজিয়া (৩ টি দেশ কর্তৃক স্বীকৃত)
৬• ট্রান্সটিনিয়া (২ টি দেশ কর্তৃক স্বীকৃত)
৭• চেচনিয়া (স্বীকৃতি নেই)
৮• সোমারিল্যান্ড (স্বীকৃতি নেই)
৯• গ্রীক সাইপ্রাস (জাতিসংঘ কর্তৃক স্বীকৃত)
১০• তুর্কী সাইপ্রাস (তুরস্ক কর্তৃক স্বীকৃত)

Test

Welcome to the World of General Knowledge.